প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০০:০০
৭ আগস্ট সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম, বিপিএম (সেবা)। মতবিনিময় শেষে নবাগত পুলিশ সুপারকে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ডাঃ বিশ্বনাথ পোদ্দার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জেলা পুজা পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, পৌর পূজা পরিষদের সহ-সভাপতি চন্দন দে, মহিলা সম্পাদিকা মাধুরী সাহা, কার্যকরী সদস্য তাপস রায়, পৌর পূজা পরিষদের দপ্তর সম্পাদক রাজু দেসহ আরো অনেকে।