প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০০:০০
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সুস্থতা কামনায় গতকাল ৭ আগস্ট সোমবার বাদ আসর জেলা ছাত্রদলের আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, প্রচার সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরফুদ্দিন আহমেদ পলাশ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ মজিবুর রহমান লিটন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও জেলা তাঁতীদলের আহ্বায়ক পৌরভার সাবেক কমিশনার আলী আহমেদ সরকার প্রমুখ।
জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, মেহেদী হাসান শাকিল, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ মোঃ হাবিব, সদস্য সচিব জিসান আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বারেক ভূঁইয়া, সদস্য সচিব ফয়সাল মাহমুদ, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আল আমিন আমিন মুন্সী সহ সদর থানা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।