বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ২৫ জুন ২০২১, ০০:০০

প্রতিষ্ঠাবার্ষিকীতে মতলব উত্তর আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন
মাহবুব আলম লাভলু ॥

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। ২৩ জুন সকাল ৯টায় মতলব উত্তর উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতি তাঁরা এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য অ্যাডঃ সেলিম মিয়া, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চাঁন মিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সাবেক উপজেলা সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ জহিরুল হক, বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ, ফতেপুর পূর্ব ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এটিএম আঃ জলিল, বীর মুক্তিযোদ্ধা মোসলেম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লা, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা মোঃ অলি উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর সরকার, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান প্রমুখ। আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ প্রতিষ্ঠিত। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমরা আরো দৃঢ়তার সাথে কাজ করে যাবো এই আমাদের প্রত্যাশা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারবর্গের জন্যে দোয়া চান এবং সবাইকে ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়