প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০০:০০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশী রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে চাঁদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
৬ আগস্ট রোববার সকাল ১০টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে বৃষ্টির মধ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। ফোরামের সভাপতি অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহিনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন ফোরামের ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপন।
সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের সাবেক সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, ফোরামের নেতা অ্যাডঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ বাবর বেপারী, অ্যাডঃ কোহিনুর রশিদ, অ্যাডঃ এমরান হোসেন, অ্যাডঃ আলম খান মঞ্জু প্রমুখ।
এ সময় ফোরামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।