প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০০:০০
কচুয়ায় বিএনডি ফোরাম স্কুলের (বাঁচাইয়া-নয়াকান্দি) উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান ও বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার বিকালে বিএনডি ফোরাম স্কুলে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
বিএনডি ফোরাম স্কুলের সভাপতি ইঞ্জিঃ নির্মল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সংগঠনের উদ্যোক্তা ইঞ্জিঃ জীবন কানাই সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলাম খোকা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাদলা ইউপি চেয়ারম্যান নূর-ই আলম রিহাত, আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন সোহাগ ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমির হোসেন, মেঘদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল বাইন প্রমুখ। পরে শিক্ষার্থীদের শিক্ষবৃত্তি অনুদান ও ১৩১ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক সুখেন সরকার, সাংবাদিক মাসুদ রানা ও বিএনডি ফোরাম স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বিএনডি ফোরামের সাবেক সভাপতি সুজন সরকারের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।