প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা সদরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের জন্যে অতি গুরুত্বপূর্ণ একটি সড়ক মহামায়া-রাজারগাঁও সড়ক। বহু ঘাত ও প্রতিঘাত সহ্য করে এই সড়ক দিয়ে জনসাধারণ চলাচল করলেও হাজীগঞ্জ উপজেলা অংশের দক্ষিণ পশ্চিম রাজারগাঁও ব্রিজটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজের উপরের অংশের আস্তর (প্রস্তর) উঠে গেছে। দুই পাশের ভিম ও হাতল (রেলিং) ভেঙ্গে পড়ে গেছে। বাকি অংশ যে কোনো সময়ে ধসে পড়ার আশঙ্কা নিয়ে মানুষজন ব্রিজটি দিয়ে চলাচল করছে।
এলাকার জনৈক মিজানুর রহমান বলেন, আমরা জন্মের পর থেকে দেখে আসছি রাস্তা থেকে শুরু করে বইচাতলী খালের ওপর প্রথমে বাঁশের সাঁকো ও কাঠের ব্রিজ। পরবর্তীতে ২০০০ সালের পরে ব্রিজটি নির্মাণ করা হয়। বর্তমানে ব্রিজের এমন করুণ অবস্থা, যে কোন সময় ধসে পড়তে পারে। দীর্ঘদিন ব্রিজের দুই পাশের হাতল (রেলিং) ও ভিম ভেঙ্গে পড়েছে। গত কয়েক বছরে ব্রিজের উপর থেকে সাইকেল, রিকশাসহ বিভিন্ন যানবাহন নিচে পড়ে গেলে অনেকেই আহত হয়েছেন।
সিএনজি অটোরিকশা চালক মোঃ সোবহান বলেন, দীর্ঘদিন যাবৎ মহামায়া-রাজারগাঁও গুরুত্বপূর্ণ সড়কটি পাকাকরণ ও ব্রিজ নিয়ে সমস্যা থাকায় গত কয়েকদিন পূর্বে টেন্ডার হয়। তবে ব্রিজটি নির্মাণের জন্যে টেন্ডার হয়নি। ব্রিজটি নির্মাণে টেন্ডার না হওয়ায় মহামায়া-রাজারগাঁও সড়কে সেই ভোগান্তি থেকেই গেল। যদিও জনগণের আশা ছিলো ব্রিজ নির্মাণ ও রাস্তা পাকাকরণ কাজ একই সাথেই টেন্ডার হবে। কিন্তু দুঃখের বিষয় রাস্তাটি পাকাকরণ কাজের প্রক্রিয়া করা হলেও ব্রিজের সমস্যা থেকেই গেল। তাতে জনগণের ভোগান্তির শেষ হলো না।