বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০০:০০

শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিনে চাঁদপুরে শ্রদ্ধা নিবেদন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ৫ আগস্ট শনিবার সকালে চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নের সম্মুখে জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের পক্ষে যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ ও জেলা ক্রীড়া সংস্থা। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়ানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শেখ কামালের জন্মদিন উপলক্ষে চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবেদ শাহ্, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, দপ্তর সম্পাদক শাহ্ আলম মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়