প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০০:০০
মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় ২৬৪ জন অংশগ্রহণ করে ২৫০ জন কৃতকার্য হয়। তন্মধ্যে ২৫ জন জিপিএ-৫ অর্জন করেছে।
২৮ জুলাই প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন, এ গ্রেড- ১১৮জন, এ মাইনাস-৪৫ জন, বি গ্রেড-৪৭, সি গ্রেড- ১৫জন। বিজ্ঞান বিভাগ থেকে ২৫ জন জিপিএ-৫ অর্জন করেছে।
জিপিএ-৫ পাওয়া একাধিক শিক্ষার্থী তাদের প্রতিক্রিয়ায় জানায়, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যথেষ্ট আন্তরিকতা ছিল আমাদের পাঠদানে। আমরা নিজেরাও শিক্ষকদের দেওয়া নির্দেশনা অনুসরণ করে ভালো ফলাফলের জন্যে কঠোর পরিশ্রম করেছি। আমাদের বাবা-মায়েরা সব সময় সাহস ও উৎসাহ জুগিয়েছেন।
কৃতিত্বপূর্ণ ফলাফলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় কঠোর মনোনিবেশ, শিক্ষকদের মানসম্মত পাঠদান আর অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার ফলে এ অভূতপূর্ব ফলাফল সম্ভব হয়েছে। প্রতিবারের মতো এ ধারা অব্যাহত রাখতে আমাদের শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকতার কোনো কমতি নেই। সাফল্যমণ্ডিত ফলাফলে শিক্ষার্থীদের আরো উন্নতি কামনা করেন তিনি।