প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ মাদক (ফেনসিডিল) সহ আতিকুর রহমান দীপু (৪২) নামে এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। ৪ আগস্ট শুক্রবার গভীর রাতে চাঁদপুর সদরের চাঁদখাঁর বাজারস্থ কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে একটি মাইক্রোবাসে তল্লাশি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫শ’ বোতল ফেনসিডিল, ১শ’ ৮০ বোতল (ঊঝশঁভ) মাদকদ্রব্য। এ সময় মাদক বহনকারী মাইক্রোবাসটি জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম, বিপিএম মাদক নির্মূলে জিরো ট্রলারেন্স নীতি ঘোষণা করেছেন। পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক ওইদিন রাতে ডিবির ওসি এনামুল হক চৌধুরীর নেতৃত্বে এসআই কামরুল হাসান কায়কোবাদ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখাঁর বাজারস্থ অহিদ গাজী মার্কেটের সামনে আঞ্চলিক সড়কে মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি করা হয়।
এ সময় ৫শ’ বোতল ফেন্সিডিল ও ১শ’ ৮০ বোতল (ঊঝশঁভ) মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক বহনকারী মাইক্রোবাস জব্দ এবং মাদককারবারী মোঃ আতিকুর রহমান দীপুকে গ্রেফতার করা হয়। আটক দীপু চাঁদপুর সদরের সফরমালীর দক্ষিণ কল্যান্দী গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র। বর্তমানে সে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুব আইল, কাঠেরপুল এলাকায় বসবাস করছিলো। আটক আসামীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।