প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের নেতৃত্বে উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীরা জেলা প্রশাসনের নির্মিত শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
সকাল ১০টায় অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাকক্ষে উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমানের সভাপ্রধানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ মেহেদী হাছানের সঞ্চালনায় হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মহিবুল্লাহ মুহিব, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসাইন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আলী আজগর ফকির, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ সামছুর রহমান বক্তব্য রাখেন।
বক্তাগণ শেখ কামালের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং ক্রীড়াঙ্গনে তাঁর অপরিসীম অবদান নিয়ে আলোচনা করেন। শেষে ’৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।