প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০০:০০
হালট দিয়ে মাটির রাস্তা তৈরি করার পরেও সামনের বাড়ির লোকজনের বাধায় জনচলাচলে অবরুদ্ধ রয়েছে প্রায় ২০টি পরিবার। সড়কের সামনের অংশে দেয়াল নির্মাণ করার কারণে বর্ষা মৌসুমে পানি আর কাদায় পুরোপুরি অবরুদ্ধ পরিবারগুলো। সড়কে দেয়াল নির্মাণকারী পরিবারগুলোর দাবি যথানিয়মে আসলে পথ দেয়া হবে নচেৎ না। তবে স্থানীয় কাউন্সিলর বলছেন জনস্বার্থে সড়কের একটা ব্যবস্থা করে দিতে হবে। ঘটনাটি হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ধেররা গ্রামে।
খোঁজ নিয়ে ও সরজমিনে দেখা যায়, ইউসুফ আলী মির্জা বাড়ির পিছনে নিলাম বাড়ি। নিলাম বাড়িতে প্রায় ২০টি পরিবারের স্থায়ী বসতি হলেও বাড়ি থেকে বের হবার কোনো সড়ক নেই। সম্প্রতি নিলাম বাড়ির লোকজন হালট দিয়ে মাটির রাস্তা বেঁধে ইউসুফ আলী মির্জা বাড়ির সীমানায় এনে শেষ করেন। মাটির রাস্তার কাজ শেষ হলে মির্জা বাড়ির লোকজন হঠাৎ করে বাকি রাস্তা নির্মাণে বাধা দেয়, আর রাস্তায় পাকা দেয়াল তুলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেই থেকে নিলাম বাড়ির লোকজন চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করছে। বিশেষ করে বাড়ির শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে হাঁটার পথে দেয়ালটি প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
ভুক্তভোগী বশির উল্যাহ পণ্ডিতের মিলন মিয়া জানান, আমরা অভিভাবক হিসেবে পৌর মেয়র আসম মাহবুব উল আলম স্যার ও আমাদের কাউন্সিলর বাদল ভাইয়ের দিকে চেয়ে আছি। তাঁরা আমাদের দিকে সুদৃষ্টি দিলে আমাদের পথের ব্যবস্থা হয়ে যাবে।
এদিকে ইউসুফ আলী মির্জা বাড়িতে গত শনিবার দুপুরে গেলে কথা বলার মতো কোনো পুরুষ পাওয়া যায়নি। সবাই কাজে গেছে বলে বাড়ির মোখলেছুর রহমান মির্জার ছেলে হাবিব জানিয়েছেন। হাবিব আরো জানান, তারা আমাদের বাড়ির পাশে দিয়ে পথ নিতে চায়, আবার আমাদেরকে আসামী করে মামলা করে, এটা তো হতে পারে না।
এ বিষয়ে স্থানীয় পৌর কাউন্সিলর মহসিন ফারুক বাদল জানান, যে কোনোভাবে জনস্বার্থে জনগণের চলাচলের জন্য রাস্তা করে দিতে হবে। সেভাবেই আমরা একটা ব্যবস্থা করে দেবো।