প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০০:০০
কচুয়া উপজেলার রহিমানগর বাজারে অবস্থিত শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং অফিস সহায়ক পদে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) কলেজ মিলনায়তনে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ বোর্ডের দায়িত্ব পালন করেন অত্র কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্যাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, ডিজির প্রতিনিধি চাঁদপুর সরকারি কলেজের প্রফেসর অসিত বরণ দাশ, কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্য সোহরাব হোসেন চৌধুরী সোহাগ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সদস্য সচিব মোঃ মমিনুর রহমান ভূঁইয়া।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমিনুর রহমান ভূঁইয়া জানান, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নিয়ম মোতাবেক অধ্যক্ষ পদে ৪ জন ও অফিস সহায়ক পদে ৩ জন এ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। নিয়োগ পরীক্ষার বোর্ড সদস্যদের নির্দেশক্রমে পরবর্তীতে ফলাফল জানানো হবে।