প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০০:০০
একজন মানসিক ভারসাম্যহীনকে চুল কেটে, গোসল করিয়ে, নতুন পোশাক পরিধান করিয়ে মানবিকতার পরিচয় দিলেন একজন পুলিশ। তার নাম হচ্ছে মোহাম্মদ মানিক। তিনি চাঁদপুর জজ কোর্টের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের গানম্যান হিসেবে কর্মরত আছেন। তার সাথে কথা হলে তিনি বলেন, কক্সবাজারে দায়িত্বে থাকাকালীন সময়ে ৬০ জনের মতো মানসিক ভারসাম্যহীন মানুষকে সুস্থ করে পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন। তাই চাঁদপুরে দায়িত্বে থাকাকালীন অবস্থায় মানসিক ভারসাম্যহীন আফসার উদ্দিনকে নিজ হাতে চুলকাটা, গোসলসহ নতুন পোশাক পরিয়ে দিয়েছেন। তার এই কাজে তিনি খুবই মানসিক তৃপ্তি পান। বৃহস্পতিবার সকাল নয়টায় চাঁদপুর জজকোর্টে এই মানবিক কাজটি করা হয়। ছবি ও প্রতিবেদন : নাহিন ও শিমুল।