বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০০:০০

কচুয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকদের মতবিনিময়
অনলাইন ডেস্ক

কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কচুয়া বিশ্বরোড জমজম হোটেলের ২য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ হেলাল উদ্দীনের আহ্বানে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আমির হোসেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহীদ উল্যা দর্জি, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কচুয়া পৌর যুবলীগের সভাপতি মাহবুবুল আলম, ৫নং সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, ২নং পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আক্কাছ মোল্লা, ১২নং আশরাফপু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল মাওলা হেলাল, ১নং সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার, ২নং পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন লিটন, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, ৩নং বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কবির মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ খান, ৪নং পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আহাদ গাজী, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, ৬নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগর, ৭নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন মেম্বার, ৮নং কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ৯নং কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার মিন্টু, ১০নং ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তাজুল ইসলাম, ১১নং গোহাট দঃ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল গাজী, ৪নং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মোল্লা, ৫নং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান, কচুয়ায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহিলা আওয়ামী লীগ নেত্রী সালমা শহীদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী কাজল রেখা, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আঃ মান্নান, যুবলীগের নেতা গাজী কামাল, জামাল হোসেন, সোহাগ, ইঞ্জিঃ ফয়েজ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সোহাগ উদ্দিন, ১০নং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পারভেজ মাহমুদ লিমন, শাকিল প্রমুখ।

শোকের মাসে অনুষ্ঠিত সভার শুরুতে ৭৫’র ১৫ আগস্ট ঘাতকের বুলেটে নিহত জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি গভীর শোক জানানো হয়। এ সময় কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান, কচুয়া উপজেলা সহকারী প্রথমিক শিক্ষক সমিতির সভাপতি ওমর খৈয়াম রুমি উপস্থিত ছিলেন ৷

সভায় বক্তারা বলেন, ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাসহ বিএনপির আন্দোলন মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়