প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে জাতীয় শিশু-কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মেলার ফরিদগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে গতকাল ৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় সংগঠনের ফরিদগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন নিশানের সঞ্চালনায় যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মিজি, অর্থ বিষয়ক সম্পাদক বাহার মিজি, সদস্য মাহবুবুর রহমান সর্দার, নিত্যকলা সম্পাদিকা নুরেসসুন্নাত মিতু, মাহবুুবা আছমা মিনহাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।