বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০০:০০

১০ আগস্ট ছেংগারচর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ
মাহবুব আলম লাভলু ॥

আগামী ১০ আগস্ট শপথ নিবেন ছেংগারচর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাদের শপথ পাঠ করাবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। শপথ গ্রহণের পর ছেংগারচর পৌরসভাকে সাজাতে নবউদ্যমে কাজ করবেন মেয়র-কাউন্সিলররা। এ নিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে তাদের কর্মী-সমর্থকদের মাঝে। এর আগে গত ২৬ জুলাই নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। গেজেট প্রকাশের মধ্য দিয়ে ১৭ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে ছেংগারচর পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

শপথ গ্রহণের তারিখের পূর্বে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ২৮(১) ও ২৮(২)র ধারা অনুসরণে যাবতীয় কার্যাদি সম্পন্ন করে নির্ধারিত তারিখ, সময় ও স্থানে নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলরগণের উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্যে নির্দেশক্রমে অনুরোধ করেন স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়-এর উপ-পরিচালক শাহিনা সুলতানা।

ছেংগারচর পৌরসভার নব-নির্বাচিতরা হলেন : মেয়র আরিফ উল্যাহ সরকার (বাংলাদেশ আওয়ামী লীগ), সংরক্ষিত ১নং ওয়ার্ডের নারী কাউন্সিলর সালমা পাটোয়ারী, ২নং ওয়ার্ডের আকলিমা বেগম ও ৩নং ওয়ার্ডের নুরুন নাহার, সাধারণ কাউন্সিলর ১নং ওয়ার্ডের সবুজ মিয়া, ২নং ওয়ার্ডের মোঃ হারিছ খান, ৩নং ওয়ার্ডের মোঃ জাহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ডের মোঃ শাহজালাল মুফতী, ৫নং ওয়ার্ডের আব্দুল মান্নান বেপারী, ৬নং ওয়ার্ডের আমান উল্লাহ সরকার, ৭নং ওয়ার্ডের আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ডের শাহজাহান মোল্লা ও ৯নং ওয়ার্ডের বোরহান উদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়