বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০০:০০

কাল চাঁদপুরে মঞ্চায়িত হবে ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ নাটক
স্টাফ রিপোর্টার ॥

আগামীকাল ৪ আগস্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে চট্টগ্রামের নাট্যধার নাট্যসংগঠনের পরিবেশনায় মঞ্চায়িত হবে ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ নাটক।

আহাম্মদ কবীর রচিত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক মোস্তফা কামাল যাত্রা’র নির্দেশনায় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক মিশকাতুল মুনতাহা মুমুর সঙ্গীত পরিচালনায় ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ নাটকটির ৪র্থ মঞ্চায়ন চাঁদপুরে। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শেখ আনিস মনজুর সেন্টু (অরিন্দম নাট্য সম্প্রদায়), শাহীন চৌধুরী (কথক নাট্য সম্প্রদায়), বিকিরণ বড়ুয়া (নান্দীমুখ), সায়েম উদ্দিন (প্রতিনিধি নাট্য সম্প্রদায়) এবং নাট্যধার নাট্য সংগঠনের কর্মী জসীম উদ্দিন আহমেদ, দেবাশীষ রুদ্র, মাসউদ আহমেদ, আশিক আরেফিন, মোহাম্মদ নাছির, মুক্তা বিশ্বাস, মোঃ রাসেল, মোঃ কাউসার মজুমদার, ফাহমিদা খানম, রূপা আক্তার, নাফিস তাজওয়ার আয়াজ, অপরাজিতা বড়ুয়া, পাপিয়া দাস জয়া, মাহমুদুল হাসান, সুমিত্রা দাস রিয়া, তিথি সূত্রধর শিলা, ফজলে রাব্বি, আবিদ হোসেন, মোঃ সুলতান প্রমুখ। নাটকটির রূপসজ্জার পরিকল্পনায় রয়েছেন শাহরিয়ার হান্নান, পোষাক পরিকল্পনায় রয়েছেন হারুন অর রশীদ, আলোক পরিকল্পনায় রয়েছেন মুরাদ হাসান (নান্দীমুখ), নৃত্য পরিচালনায় রয়েছেন মান্না জাকির নাজাকাত, আবহ পরিকল্পনায় জান্নাতুল পিংকী (নান্দীমুখ), দ্রব্য সোমবার পরিকল্পনায় রয়েছেন মোঃ সুলতান, প্রযোজনা অধিকর্তা জসীম উদ্দিন আহমেদ, সার্বিক তত্ত্বাবধানে নাট্যধার সমন্বয়ক মাশরুজ্জামান মুকুট।

চাঁদপুরের আয়োজনে রয়েছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের নির্বাহী সদস্য (চট্টগ্রাম বিভাগ) শহীদ পাটোয়ারী। চাঁদপুরের সচেতন নাগরিক ও সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীদের নাটকটি উপভোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন নাট্যধার সমন্বয়ক মাশরুজ্জামান মুকুট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়