বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০০:০০

চাঁদপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল
গোলাম মোস্তফা ॥

জ্ঞাত বহির্ভূত আয় ও সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এই রায়ের প্রতিবাদে চাঁদপুর জেলা যুবদলের আয়োজনে গতকাল সন্ধ্যায় তাৎক্ষণিক শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ হাকিম প্লাজার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকার সম্মুখে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান আকাশ, সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম নজু, মান্নান খান কাজল, জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তফা বন্দুকসী, যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন, পারভেজ আলম রবিন, সোহেল গাজী ও জেলা যুবদল নেতা দেওয়ান মোঃ জুয়েল। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদল একই ইস্যুতে বিক্ষোভ মিছিল করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়