প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতি লিঃ-এর নব-নির্বাচিত কমিটির শপথ, দায়িত্ব হস্তান্তর ও পরিচিতি অনুষ্ঠান ২ আগস্ট বুধবার দুপুরে চাঁদপুর শহরের নতুন বাজার ট্রাকঘাটে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
নব-নির্বাচিতদেরকে শপথ বাক্য পাঠ করান চাঁদপুর সমবায় অফিসার দেলোয়ার হােসেন ও জেলা বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতির প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জলিল ভূঁইয়া। নব-নির্বাচিতদের শপথ শেষে ত্রি-বার্ষিক ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব হিসাব-নিকাশসহ সকল কাগজপত্র হস্তান্তর করা হয়।
শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী নির্বাচন কমিশনার নজরুল ইসলাম চৌধুরী মিলন, সহকারী নির্বাচন কমিশনার লিটন ঢালী, চাঁদপুর জেলা বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি আব্দুর রব ভূঁইয়া, নব-নির্বাচিত কমিটির সভাপতি মিজানুর রহমান খান, সহ-সভাপতি হুমায়ুন কবির স্বপন, সাধারণত সম্পাদক মোঃ হারুন অর-রশীদ, কোষাধ্যক্ষ কামরুজ্জামান স্বপন, সদস্য মোঃ তালহা খান (ঝান্টু), ফরিদ আহমদ শিপন, মোঃ আলমগীর, মোঃ জাকির খান, মোঃ ফারুক হোসেন, আঃ রশিদ পাটওয়ারী, মোঃ রুহুল আমিন ও মোঃ মুকবুল হোসেন।
পরে চাঁদপুর জেলা বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতির প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জলিল ভূঁইয়ার সঞ্চালনায় নির্বাচিত নতুন কমিটির সবাইকে নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।