বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০০:০০

চাঁদপুর সরকারি কলেজে ‘আশুরার তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক সেমিনার
অনলাইন ডেস্ক

চাঁদপুর সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের আয়োজনে ১ আগস্ট সকাল সাড়ে ১০টায় কলেজের ২নং ভবনের ১০৫ নম্বর কক্ষে ‘আশুরার তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধের উপস্থাপক ছিলেন ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের অনার্স ১ম বর্যের পরীক্ষার্থী মোঃ আবু ছালেহ মুছা। প্রবন্ধের উপর মুখ্য আলোচক ছিলেন অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী এইচএম শাহজালাল (ইয়ামিন)। সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইয়াহ-ইয়া খান, শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খালেদ ইকবাল ও মোঃ আল-আমিন। সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শাহ্ মোঃ মাছুম বিল্লাহ্। সেমিনারটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের আন্তঃবিভাগীয় উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মারুফ, আইটি সম্পাদক মোঃ নূরে আলম ও দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান গাজী।

সেমিনারে ‘আশুরার তাৎপর্য, কারবালার ইতিহাস, মুসলিম বিশ্বে কারবালার ঘটনার প্রভাব, কারবালার শিক্ষা, করণীয় ও বর্জনীয়’ সম্পর্কে আলোচনা করা হয়। অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ আশুরার তাৎপর্য ও সেমিনারের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সেমিনার আয়োজনে যুক্ত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন, বাকী বিভাগগুলোও ঐতিহাসিক দিবসগুলোর উপর বিভিন্ন ধরনের সেমিনার আয়োজন করে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবে। সেমিনার থেকে অর্জিত জ্ঞান শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইয়াহ-ইয়া খান, শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খালেদ ইকবাল ও মোঃ আল-আমিন। সেমিনারের সভাপতি ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শাহ্ মোঃ মাছুম বিল্লাহ্ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সেমিনারে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী এবং ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের আন্তঃবিভাগীয় উন্নয়ন কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়