বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে রেলপথের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার
কামরুজ্জামান টুটুল ॥

চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জের সাতবাড়িয়া এলাকায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করছে রেলওয়ে পুলিশ। এর আগে ৩০ জুলাই রোববার সন্ধ্যার কিছু আগে উক্ত স্থান থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা লাশের সন্ধান পান। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর রেলওয়ে পুলিশের ওসি মুরাদ উল্লাহ বাহার ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আব্দুর রশিদ। এ সংবাদ লিখা পর্যন্ত লাশ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জের কৈয়ারপুল রেল ক্রসিংয়ের ২শ’ গজ পশ্চিমে রেলপথের পাশের জমির পানিতে অজ্ঞাত পচা লাশের সন্ধান মিলে ওই দিন সন্ধ্যার দিকে। এ সময় লাশের পচা গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। পরে খরব পেয়ে চাঁদপুর রেল পুলিশের একটি টিম ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে আরেকটি টিম ঘটনাস্থলে পৌঁছে।

প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতা নজরুল ইসলাম নজু জানান, দুর্গন্ধে লাশের কাছে যাওয়া যাচ্ছিল না। মন্নান কোম্পানীর বাড়ির পাশে লাশ পাওয়া গেছে শুনে আমরা দেখতে যাই।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ চাঁদপুর কণ্ঠকে জানান, লাশ উদ্ধারস্থলে আমরা রয়েছি। ওসি মুরাদউল্লাহ বাহার জানান, লাশ পাওয়ার বিষয়টি শুনে লোক পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়