প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশে দেশের অন্যতম জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’র দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১টায় এ উপলক্ষে চাঁদপুর শহরের বাগাদী রোডে শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজে আয়োজন করা হয় র্যালি, আলোচনা সভা ও কেক কাটা। চাঁদপুরের সাংবাদিক নেতাদের এবং প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বাগাদী রোড প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এরপর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী মহিমা আক্তার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং কেক কাটেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
প্রধান অতিথি দৈনিক আজকের পত্রিকার সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ সাংবাদিকদের ধন্যবাদ জানান। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি সাধারণ জ্ঞান অর্জন ও বিশ্বকে জানার জন্যে পত্রিকা পড়ার খুবই প্রয়োজনীয়তা রয়েছে। একই সাথে নিজেদের পেশাগত ও ব্যক্তিগত জীবন উজ্জ্বল করার জন্যে বিতর্ক প্রতিযোগিতাসহ অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ব্যতিক্রম আয়োজন করার জন্যে আজকের পত্রিকার জেলা প্রতিনিধিকে ধন্যবাদ জানান তিনি।
শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওমর ফারুকের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শওকত আলী প্রমুখ।
আজকের পত্রিকার চাঁদপুর প্রতিনিধি মুহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, মাইটিভির জেলা প্রতিনিধি মুনাওয়ার কানন, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খোকন কর্মকার, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, আজকের পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি গাজী মোঃ মমিন প্রমুখ।
উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশন চাঁদপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রেহেনা আক্তার, সহকারী শিক্ষক দীপক চন্দ্র দাস, ম. নূরে আলম পাটওয়ারী, দৈনিক আদিবাংলার বার্তা সম্পাদক এমরান হোসেন রাজন, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজন আহমেদসহ সংবাদকর্মীবৃন্দ।