বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০০:০০

কোরআন শরীফ পড়াবস্থায় ছোট ভাইয়ের হামলায় বড়ভাই আহত
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে পবিত্র কুরআন শরীফ পড়াবস্থায় ছোট ভাইয়ের অতর্কিত হামলায় আপন বড় ভাই আব্দুল খালেক তালুকদার (৬৩) গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে গতকাল ১ আগস্ট মঙ্গলবার ভোর ৬টায় চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের বড়সুন্দর গ্রামের তালুকদার বাড়িতে। আহত আব্দুল খালেক তালুকদার মৃত হেদায়েত উল্ল্যাহ তালুকদারের ছেলে। বর্তমানে তিনি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত খালেক তালুকদার জানান, তার আপন ছোট ভাই আবু তাহের তালুকদার একজন খারাপ প্রকৃতির লোক। সে জুয়া খেলা সহ মাদক সেবন করেন। এসব বিষয় নিয়ে তাকে বড় ভাই হিসেবে শাসন করলে আবু তাহের তা কর্ণপাত না করে উল্টো বড় ভাই আঃ খালেকসহ তাদের দুই ভাই এবং তার মাকেও কয়েক দফায় মারধর করেছেন। বেশ কিছুদিন পূর্বে আবু তাহের তাদের পরিবারের অজান্তে বখাটেদের প্ররোচনায় তাদের বেশ কিছু সম্পত্তি বিক্রি করে ফেলেন। তার বখাটেপনা এবং সম্পত্তি বিক্রি করার বিষয়ে মাঝে মধ্যে তাকে ডাক দিলে আবু তাহের প্রায় সময় তাকে মারধর করতেন।

তিনি আরো জানান, তার পরিবারের সকলে চট্টগ্রামে থাকেন। আহত আঃ খালেক তালুকদার দীর্ঘ ৯ বছর ধরে শরীরের অর্ধাংশ অবশ অবস্থায় বার্ধক্যজনিত রোগে ভুগছেন।

তিনি অভিযোগ করে বলেন, ঘটনার দিন ভোরে তিনি ফজর নামাজ আদায় করে তার বিল্ডিংয়ের নিচে বসে কোরআন শরীফ পড়ছিলেন। কোরআন পড়াবস্থায় তার ছোট ভাই আবু তাহের পূর্বের ঘটনার জের ধরে তার ওপর অতর্কিত হামলা করেন। তিনি বলেন, আমি কোরআন শরীফ পড়াবস্থায় ছোট ভাই আবু তাহের দরজা আটকানোর ঠাসা (কাঠের হাতল) দিয়ে আমার ওপর হামলা করে। আমার শরীরের একাংশ অবশ হওয়ায় তার এমন অতর্কিত হামলায় শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হলে আমি গুরুতর ভাবে আহত হই। এ বিষয়ে আমি বিচার প্রার্থনা করে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

ঘটনার বিষয়ে ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন জানান, ঘটনা সম্পর্কে আমি শুনেছি এবং এ বিষয়ে আহত ব্যক্তি থানায় একটি অভিযোগ করেছে বলেও জেনেছি। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। আমি বলেছি আগে চিকিৎসা নিতে। সুস্থ হলে ভালো-মন্দ যাচাই করে ব্যবস্থা নেয়া যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়