প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০০:০০
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ফুটবল টিম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৩’-এ বিভাগীয় পর্যায়ে খেলার উদ্দেশ্যে চট্টগ্রাম গেছে। রোববার (৩০ জুলাই) সকাল ১১টায় ফুটবল টিমের সদস্যরা কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের কাছে দোয়া চাইতে গেলে অধ্যক্ষ তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বলেন, তোমরা চাঁদপুর সরকারি কলেজ তথা চাঁদপুর-এর প্রতিনিধিত্ব করবে। খেলার নিয়মণ্ডকানুন মেনে চলবে। খেলায় হার-জিত থাকবে। তোমাদের জন্যে আমার শুভ কামনা সবসময় থাকবে।
খেলোয়াড়বৃন্দ ভাল খেলা উপহার দিবে বলে অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দকে অবহিত করেন। তারা জানায়, চাঁদপুরের মুখ উজ্জ্বল করার জন্যে তাদের সর্বাত্মক চেষ্টা থাকবে। এজন্যে তারা চাঁদপুরবাসীর দোয়া কামনা করেন।
ক্রীড়া শিক্ষক স্বপন কুমার সাহার নেতৃত্বে ২২ সদস্যের ফুটবল টীমের সদস্যরা সোমবার চট্টগ্রামের উদ্দেশ্যে চাঁদপুর ছেড়ে যায় এবং আজ মঙ্গলবার থেকে তাদের প্রতিযোগিতা শুরু হবে।