প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০০:০০
আজ ১ আগস্ট মঙ্গলবার সাংবাদিক অজিত কুমার মুকুলের ৩২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৯৯১ সালের ১ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় সাংবাদিক অজিত কুমার মুকুল তার কর্মস্থল ইস্টার্ন লাইব্রেরী ও চাঁদপুর প্রেসে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। দেখতে দেখতে আজ তার মৃত্যুর ৩২ বছর। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মৃত্যুকালে সাংবাদিক অজিত কুমার মুকুল স্ত্রী, একমাত্র কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে যান।