বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০০:০০

প্রধানমন্ত্রীর ক্যারিশমাটিক নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির ব্যাপক পরিবর্তন হয়েছে
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান বলেছেন, এক যুগ পূর্বেও আমাদের মাছের উৎপাদন যা ছিলো, সরকারের সুষ্ঠু নীতিমালা এবং পরিকল্পনা গ্রহণের মাধ্যমে তা ৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একটা সময় কল্পনাই করা যেত না বাণিজ্যিকভাবে মাছ চাষ করা যায়। আজ মাছ উৎপাদনে দেশের ৪র্থ ফরিদগঞ্জ। ফরিদগঞ্জবাসীর চাহিদার প্রায় দ্বিগুণ মাছ উৎপাদন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশমাটিক নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির ব্যাপক পরিবর্তন হয়েছে। পৃথিবীর সবচেয়ে দামী মাছ আজ বাংলাদেশের বঙ্গোপসাগরে পাওয়া যাচ্ছে। এটা হয়েছে আমাদের সমুদ্র বিজয়ের ফল। এই যে এতো এতো উন্নয়ন, দেশের একটি শ্রেণি চাচ্ছে এই উন্নয়ন না হোক। তারা চায় দেশের মানুষ সারাজীবন ভিক্ষুকের জাতিতে পরিণত হয়ে থাকুক। তাইতো দেশের এই অগ্রগতিকে স্তব্ধ করে দিতে ঐ মহলটি আবারও জ্বালাও পোড়াও শুরু করে দিয়েছে।

তিনি আরো বলেন, দেশের তৃণমূল মানুষদের বিশেষ করে মৎস্যজীবীদের অনুপ্রাণিত করতে প্রণোদনার পাশাপাশি তাদেরকে পুরস্কৃত করার কারণে এই খাতে আমাদের দিনের পর দিন মৎস্যচাষীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বেকার যুবকরা মৎস্যচাষে এসে নিজেরা স্বাবলম্বী হচ্ছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।

রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজুন্নাহারের সভাপতিত্বে ও সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথাগুলো বলেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ ও জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষী বুলবুল আহমেদ। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, পিআইও মিল্টন দস্তিদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী প্রমুখ।

পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের সমাপনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদ এবং কার্প জাতীয় মাছ উৎপাদনে শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসেবে বীর মুক্তিযোদ্ধা হাসান আলীকে পুরস্কৃত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়