প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০০:০০
শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিনের কন্যা মুশফিকা হেলাল তন্বী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মেধা তালিকায় ৩৮তম স্থান অর্জন করায় তাকে উৎসাহমূলক শিক্ষা বৃত্তি দিয়েছে উপজেলা প্রশাসন।
২৯ জুলাই শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ প্রেসক্লাব নেতৃবৃন্দের উপস্থিতিতে তার পিতার হাতে বৃত্তির চেক তুলে দেন।
জানা যায়, মুশফিকা হেলাল তন্বী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মেধা তালিকায় ৩৮তম স্থান অর্জন করে বায়োকেমিস্ট্রি বিভাগে ভর্তির সুযোগ লাভ করেছে। ইতিপূর্বে সে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। তার এ গৌরবজনক সাফল্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে উৎসাহমূলক শিক্ষাবৃত্তি দেয়া হয়।
এ সময় প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।