বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০০:০০

অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে গণফোরামের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই শুক্রবার বিকেলে রামপুর ইউনিয়নের ছোটসুন্দর এলাকায় আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের ৯০ শতাংশ লোক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। দেশে গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে জনগণের ভোটাধিকার লঙ্ঘিত হবে।

তিনি আরো বলেন, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে। দেশের জনগণ তার ভোটাধিকার ফিরে পেতে চায়। দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতি অপশাসন থেকে মুক্তি চায়।

রামপুর ইউনিয়নের গণফোরাম নেতা আবু সাঈদ খানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ শরীফ হোসেন হাজী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা গণফোরামের সভাপতি মোঃ মহসিন মিয়াজী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন গাজী, জেলা গণফোরামের সদস্য শাহজাহান মিয়া, সদর থানা গণফোরামের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, শাহ মাহমুদপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়