প্রকাশ : ২৫ জুন ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় রাখতে হবে। এজন্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উন্নয়নে অংশ নিবো, জনসেবায় তৎপর হবো এই হোক আজকের অঙ্গীকার। সবাইকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। বুধবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের পর এক পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না, যাঁর ডাকে সেদিন আমরা ঝাঁপিয়ে পড়েছি মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধের চেতনার দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। মুজিববর্ষে আমরা সবাই মিলে জনমানুষের সেবা করবো এই হোক প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরুল আমিন বোরহান, সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মজিবুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী পলি শিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সরকার প্রমুখ। পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা শেষে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল বের করা হয়।