প্রকাশ : ২৫ জুন ২০২১, ০০:০০
ব্যাটারীচালিত অটোরিকশা বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে ফরিদগঞ্জে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ পশ্চিম বাজারে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন অটোরিকশা চালকরা। এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বাসদ সমন্বয়ক শাহজাহান তালুকদার, ফরিদগঞ্জ উপজেলা বাসদ আহ্বায়ক হারুনুর রশিদ, অটোরিকশা চালক শাহআলম, তারেক প্রমুখ।
বক্তারা বলেন, পায়ে চালিত রিকশার পরির্বতে এখন সারাদেশে ব্যাটারিচালিত অটোরিকশা চলছে। যা দিয়ে লক্ষ লক্ষ শ্রমজীবী তাদের জীবিকা নির্বাহ করছে। কিন্তু হঠাৎ করেই কোনো প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়াই সরকারের অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত শ্রমজীবী মানুষকে পথে বসিয়ে দেয়ার শামিল। এমতাবস্থায় এই সিদ্ধান্ত বাতিল করার জন্যে আমরা জোর দাবি করছি।