বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ২৫ জুন ২০২১, ০০:০০

জাতীয় দিবসগুলো ছাড়া আমরা তেমন একটা পতাকা উড়াই না
অনলাইন ডেস্ক

‘জাতীয় দিবসগুলো ছাড়া আমরা তেমন একটা পতাকা উড়াই না। বিশেষ করে সাধারণ কর্মদিবসে তেমন একটা পতাকা উড়ানো হয় না’ বলে মুঠোফোনে চাঁদপুর কণ্ঠকে জানান হাজীগঞ্জ সড়ক উপ-বিভাগের উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সওজ) মোঃ আতাউর রহমান। বুধবার দুপুরে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ উপরোক্ত কর্মকর্তার কার্যালের সামনের ফুলবাগানে থাকা পতাকা টানানোর স্ট্যান্ডটি পতাকাবিহীন দেখা যায়। এ সময় কর্মকর্তাকে খোঁজ করে অফিসে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি হাজীগঞ্জের সাথে চাঁদপুরেরও দায়িত্বে থাকায় হাজীগঞ্জে আসেননি। একই বিষয় নিয়ে মুঠোফোনে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী (সওজ) মোঃ আতিকুল্লাহ ভূঁঞার সাথে কথা বললে তিনি প্রতি কর্মদিবসেই জাতীয় পতাকা উত্তোলন করতে হয় উল্লেখ করে বলেন, বিষয়টি আমি দেখছি। অথচ জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত-২০১০) অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানে সব কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি বাধ্যতামূলক। হাজীগঞ্জ সড়ক উপ-বিভাগ কার্যালয়ের পতাকার স্ট্যান্ডটির ছবিটি বুধবার দুপুরে তোলা হয়েছে। ছবি ও প্রতিবেদন : কামরুজ্জামান টুটুল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়