প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক চাঁদপুর সদর উপজেলাধীন বাগাদী এলাকা হতে ৭০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ১০ জুলাই সকাল ৮টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরের দিকনির্দেশনায় এসআই মাজহারুল হক সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে বাগাদী গ্রামের মৃত কালু হাওলাদারের চৌচালা টিনের ঘর হতে মাদক ব্যবসায়ী রফিক হাওলাদার (৩৭) (৮নং ওয়ার্ড, ৮নং বাগাদী ইউনিয়ন, থানা ও জেলা-চাঁদপুর)কে ৭০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।