প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সোমবার ১০ জুলাই সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক, চুরি, ইভটিজিং, বাল্যবিবাহ, উপজেলার প্রধান সড়কে যানজট নিরসন, স্থানীয় পর্যায়ে চেয়ারম্যানদের দপ্তরের কাজগুলো দক্ষতার সাথে পরিচালনা করে অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, মাজুদা বেগম, প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোঃ আলী জিন্নাহ, কৃষি কর্মকর্তা মোঃ কামরুজ্জামানসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।