প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০০:০০
সুইডেনের স্টকহোমে প্রকাশ্যে কোরআন পোড়ানোর প্রতিবাদে চাঁদপুর শহরে সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।
গতকাল শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজের পরে শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ চত্বর থেকে মুসল্লিদের নিয়ে এ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলকারীরা ‘নবীজীর অপমান, সইবে না মুসলমান’ স্লোগানে স্লোগানে মিছিলটি নিয়ে নতুনবাজার গিয়ে শেষ হয়।
এর আগে বিক্ষোভ মিছিলপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুরের জামাত নেতা অ্যাডঃ মোঃ শাহজাহান খান।
শুক্রবার জুমার নামাজ শেষে যে কোনো ইসলামী সংগঠন মিছিল বের হতে পারে এজন্যে আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল শহরের ওই এলাকায়।