প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০০:০০
হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা মজুমদার বাড়ির সামনে আনুষ্ঠানিকভাবে ক্যাফে জলসিঁড়ি নামের কফি সপ এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার রাতে কেক ও ফিতা কেটে ক্যাফে জলসিঁড়ির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার।
সম্প্রতি ক্যাফে জলসিঁড়ির পথচলা শুরু হয়। এটি কফি, স্পেশাল চা, চিকেন বারবিকিউ, ফিশ বারবিকিউ, ফুচকা, চটপটি ইত্যাদি খাবার সরবরাহ করে থাকে। ক্যাফেটি আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই এলাকায় ব্যাপক সাড়া জাগায়।
ক্যাফে জলসিঁড়ির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রধানীয়া, ৫নং সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন, যুবলীগ নেতা শিশির মজুমদার, লাওকোরা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ূম বেপারী, ইউপি সদস্য রহমত উল্যাহ ভূঁইয়া, ক্যাফে জলসিঁড়ির চেয়ারম্যান আলাউদ্দিন মজুমদার, এমডি গিয়াসউদ্দিন মজুমদার ও পরিচালক নাজিম মজুমদার।
আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সমাজকর্মী মিজানুর রহমান মজুমদার, ৮নং হাটিলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সোহাগ মজুমদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোক্তার আহমেদ আবির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাপ্পি প্রমুখ।