প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০০:০০
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ এবং স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ফুটবল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ জুন) বিকেলে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মোঃ আবুল কালাম আজাদের সভাপ্রধানে শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে এ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তাই আমরা মাদককে না বলি। যারা ভালো কাজ করে আমরা সবাই তাদের সাথেই থাকতে চাই, তাদের কাজে সহযোগিতা করি। তোমাদের মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক সমাজের জন্য একটি মারাত্মক ভয়ানক ব্যাধি। যারা মাদক সেবন ও বিক্রি করে তাদের তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করতে হবে।
খেলা পরিচালনা করেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি এবং ভাষ্যকারের দায়িত্বে ছিলেন মোঃ মৃদুল পাটওয়ারী ও রেফারির দায়িত্ব পালন করেন মোঃ খোরশেদ মিজি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মোঃ সফিক কারী, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি মোঃ নূরুজ্জামান মুন্সি, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাসেম কারী, সদস্য মোঃ মোস্তফা মিজি, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মজিব কারী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শওকত কারী প্রমুখ।
খেলায় জিলানী চিশতী কলেজ ও স্কুলের বর্তমান শিক্ষার্থীর দল ১ গোলে প্রাক্তন শিক্ষার্থী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করে। খেলার শেষ ২০ মিনিটে বর্তমান শিক্ষার্থীর দল ১ গোল দিলে প্রাক্তন শিক্ষার্থী দল শূন্য গোলে রানার্সআপ হয়। খেলায় চ্যাম্পিয়ন বর্তমান শিক্ষার্থী দলের ক্যাপ্টেন মোঃ শাহাদাৎ মিজি ও রানার্সআপ প্রাক্তন শিক্ষার্থী দলের ক্যাপ্টেন মোঃ তারেক মিজির হাতে ট্রপি তুলে দেন সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ। খেলার শুরুতে তিনি খেলোয়াড়দের মাঝে জার্সি প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জিলানী চিশতী কলেজ গভর্নিংবডির শিক্ষানুরাগী সদস্য মোঃ আবুল কালাম আজাদ।