প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জ লক্ষ্মীনারায়ণ জিউর আখড়ার নয়া যুব কমিটি গঠন](/assets/news_photos/2023/07/06/image-35044.jpg)
ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়ার নয়া যুব কমিটি ঘোষণা করা হয়েছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক উৎপল সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি জানান, শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করতে যুব কমিটি গঠন জরুরি হয়ে পড়ে। গত ২৮ জুন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ স্বাক্ষরে প্রদীপ কুমারকে সভাপতি ও তুষার সাহাকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেন।