প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০০:০০
![১৬ বছর পর রান্ধুনীমূড়া উবি পরিচালনা পর্ষদের নির্বাচন ॥ একই প্যানেলে পাঁচ প্রার্থীর বিজয়](/assets/news_photos/2023/07/06/image-35043.jpg)
দীর্ঘ ১৬ বছর পর হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে একই প্যানেলের পাঁচ প্রার্থী অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন।
গতকাল ৫ জুলাই বুধবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এ পরিচালনা পর্ষদ নির্বাচন।
নির্বাচনের পর ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার মোঃ শাহ জালাল জানান, নির্বাচনে প্রার্থী হওয়া মহিন উদ্দিন ২৩২ ভোট পেয়ে প্রথম, ২১৮ ভোট পেয়ে মোঃ সোহেল হোসেন দ্বিতীয়, ১৮৯ ভোট পেয়ে শাহজাহান বিএসসি তৃতীয় ও ১৬৭ ভোট পেয়ে মোঃ মজিবুর রহমান অভিভাবক সদস্য পদে চতুর্থ হন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয় লিপি আক্তার।
নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার শাহ জালাল জানান, রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নির্বাচনে মোট ৫০২ জন ভোটারের মধ্যে ৪০৬ ভোট কাস্ট হয়। এর মধ্যে ৬১ ভোট বাতিল বলে গণ্য করা হয়।