প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছেন রূপসা জমিদার পরিবারের অন্যতম সদস্য ও বর্তমান মোতওয়াল্লি সৈয়দ মেহেদী হাসান চৌধুরী। মঙ্গলবার রাতে তিনি তাঁর রূপসা বাজারস্থ নিজ বাসভবনে সংবর্ধনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, সমাজের দর্পণ সংবাদকর্মীরা। ফরিদগঞ্জ উপজেলাবাসী হিসেবে আমি দায়িত্ববোধ থেকেই আজ নবনির্বাচিত নেতৃবৃন্দকে একটু সম্মান জানানোর প্রয়াস নিয়েছি। আমি ইতিপূর্বে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাথে ছিলাম। ভবিষ্যতেও থাকবো।
তিনি ফরিদগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী ভবনের জন্যে উপজেলা সদরে একখণ্ড জমি প্রদানের ঘোষণা দিয়ে বলেন, গণমাধ্যমকর্মীদের ঠিকানা প্রেসক্লাবের স্থায়ী ঠিকানা না হলে চলে না। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহম্মদ, নূরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ। উপস্থিত ছিলেন নয়া কমিটির সহ-সভাপতি মশিউর রহমান, একেএম সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক নরায়ণ রবিদাস, ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকিল হাসান, কোষাধ্যক্ষ আক্তার হোসাইন, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য।
এর আগে সৈয়দ মেহেদী হাসান চৌধুরী নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলকে ফুল দিয়ে বরণ করে নেন।