বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০০:০০

নৌকার বিজয় হলে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব
মোঃ মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (এসি মিজান) বলেছেন, ছেঙ্গারচর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হলে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৌকার বিজয় হলে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে।

৫ জুলাই (বুধবার) মতলব উত্তর উপজেলার বৌবাজার সংলগ্ন মাঠে ছেঙ্গারচর পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপি জোট বানচালের চেষ্টা করবে। সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন যথাসময়ে হবে।

তিনি বলেন, বংলাদেশের উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে সকলে মিলে তার পক্ষে কাজ করতে হবে। নৌকাকে বিজয়ী করতে হবে।

তিনি আরো বলেন, আগামী ১৭ জুলাই ছেঙ্গারচর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরিফ উল্লাহ সরকারকে বিজয়ী করতে হবে। আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী এক্যবদ্ধ হয়েছে। জনগণের প্রয়োজন নাগরিক সেবা ও উন্নয়ন। এসব সুযোগ-সুবিধা পেতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আপনারা উন্নয়ন হাতছাড়া করবেন না। আরিফ উল্লাহকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে পৌরসভাকে তিনি স্মার্ট পৌরসভায় রূপান্তরিত করবেন।

পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদ উল্লাহ সরকারের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, ছেঙ্গারচর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ছেঙ্গারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, কাউন্সিলর প্রার্থী মনির হোসেন ভূঁইয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল সরকার প্রমুখ।

আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী লায়ন আরিফ উল্লাহ সরকার বলেন, আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই। আমার নৌকা মার্কায় একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি আপনাদের মনের আশা পূর্ণ করবো। আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রেই উন্নয়ন করবো ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়