প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০০:০০
মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আরিফ উল্যাহ সরকারকে বিজয়ী করতে তৃণমূল ঐক্যবদ্ধ হয়েছে। দলমত নির্বিশেষে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোট দিতে হবে।
সোমবার (৩ জুলাই) ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে পৌরসভা নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস এ কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ এখন ক্ষমতায়। তাই আওয়ামী লীগ থেকে মেয়র নির্বাচিত হলেই পৌরসভার যে সমস্ত সমস্যা আছে তার সমাধান হবে। নৌকাকে বিজয়ী করতে হলে আমাদের ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের মানুষের কাছে যেতে হবে। সরকারের উন্নয়নের কথা মানুষকে বোঝাতে হবে। আমরা যারা আওয়ামী লীগের নেতা-কর্মী আছি, তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অবশ্যই নৌকার জয় হবে। ১৭ জুলাই সারাদিন নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে ঘরে ফিরবো। নৌকাকে বিজয়ী করতে আমরা তৃণমূল ঐক্যবদ্ধ আছি।
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী গাজীর সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-মাহমুদ টিটু মোল্লার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান।
এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সদস্য ও আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী লায়ন আরিফ উল্যাহ সরকার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মাহবুব আলম বাবু সহ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা।