প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০০:০০
![মতলব রোটারী ক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ](/assets/news_photos/2023/07/05/image-35004.jpg)
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২-এর মতলব রোটারী ক্লাবের (২০২৩-২৪) রোটারী বর্ষের বোর্ড অব ডিরেক্টরস দায়িত্ব গ্রহণ করেছে। ৩০ জুন রাত ৮টায় মতলব রোটারী ক্লাবের (আল-আমিন ক্রীড়া চক্র) অস্থায়ী কার্যালয়ে নিয়মিত সাপ্তাহিক সভার পরে নবাগত প্রেসিডেন্ট ও সেক্রেটারী নিকট বিদায়ী প্রেসিডেন্ট ও সেক্রেটারী দায়িত্ব হস্তান্তর করেন। সভায় বিদায়ী প্রেসিডেন্ট রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির নবাগত প্রেসিডেন্ট রোটাঃ ডাঃ নুসরাত জাহান মিথেনের নিকট ও বিদায়ী সেক্রেটারী রোটাঃ মোঃ মনির হোসেন নবাগত সেক্রেটারী রোটাঃ নূর-ই-আলমের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় মতলব রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটাঃ ডাঃ একেএম মাহাবুবুর রহমান, চার্টার সেক্রেটারী ও পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ মোহাম্মদ মোফাজ্জল হোসেন, পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ অধ্যক্ষ আফরোজা খাতুন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ ডাঃ মোঃ মুহিবুর রহমান সাদাত, ট্রেজারার মোঃ কামাল হোসেন, বুলেটিন এডিটর রোটাঃ সজল ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।