প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুহসীন আলমের নির্দেশে মাদকবিরোধী বিশেষ অভিযানে মডেল থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করে। জানা যায়, চাঁদপুর সদর মডেল থানার এসআই (নিঃ) মোহাম্মদ লোকমান হোসেন, বিপি-৭৭৯৭০৬১২৮৫ সঙ্গীয় ফোর্সসহ ৪ জুলাই মঙ্গলবার ভোর সাড়ে ৫টার সময় চাঁদপুর সদর মডেল থানার ৮নং বাগাদী ইউনিয়নের চাঁদপুর-ফরিদগঞ্জ রোডের বাগড়াবাজার হতে বালিয়া যাওয়ার রাস্তার মাথায় অবস্থিত মাসুদ জেনারেল স্টোরের সামনে পাকা রাস্তার উপর মাদক ব্যবসায়ী রুবি বেগম (৩৭), স্বামী-মোঃ রুবেল মিজি, পিতা-মৃত তারা মিয়া গাজী, মাতা-মৃত মরিয়ম বেগম, সাং-আলী নগর, দর্জি বাড়ি, মৃত রফিক মেম্বারের বাড়ি, থানা ও জেলা-ভোলার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ কেজি গাঁজা উদ্ধার করে। এরপর তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসে। এ বিষয়ে আটক রুবি বেগমকে আসামী করে একটি মাদক মামলা রুজু করা হয়। আটক রুবি বেগমকে আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুহসীন আলম বলেন, এটি আমাদের চলমান অভিযানের একটি অংশ। তবে মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।