প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০০:০০
![আদালতে হাজিরা দিলেন বিএনপি নেতা শেখ ফরিদ আহমেদ মানিক](/assets/news_photos/2023/07/05/image-35001.jpg)
চাঁদপুর সদর মডেল থানায় দায়ের করা রাজনৈতিক মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ অন্য নেতা-কর্মীরা।
সোমবার (৩ জুলাই) চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে এ হাজিরা দেন। এর আগে সকালে আদালতে সশরীরে হাজির হন তিনি। প্রতি বছরের ন্যায় এবারো চাঁদপুর শহরের নিজ বাড়িতে ঈদ উদযাপন করেছেন তিনি। ঈদের আগের দিন চাঁদপুরে আসেন । মামলার হাজিরা থাকায় ঈদের গত ক'টা দিন চাঁদপুরেই ছিলেন এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কোরবানির ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
আদালতে হাজির হবার সময় শেখ মানিকের সঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমসহ তাঁর আইনজীবীগণ, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল নেতা-কর্মী আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।