বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০০:০০

শাহ্তলীতে অ্যাডঃ তাহের হোসেন রুশদীর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শাহ্তলী নিবাসী অ্যাডভোকেট মরহুম তাহের হোসেন রুশদীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম, কবর জিয়ারত, স্মরণ সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৪ জুলাই সকাল ১১টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে স্মরণ সভায় কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।

প্রধান অতিথি বলেন, যখন কোনো ব্যক্তির স্মরণ সভায় এলাকার লোক আসে, তখন একটি বার্তা চলে আসে যে লোকটি কতটা ভালো মানুষ ছিলেন। আজ যদি তাহের রুশদী সাহেব বেঁচে থাকতেন তাহলে আজকের নূতন কারিকুলামের ব্যাপক বিস্তারের সুযোগ থাকতো। কারণ উনার জীবদ্দশায় প্রশ্ন করার অভ্যাসটাই আজকের নতুন কারিকুলামের মধ্যে পড়ে। উনি এই প্রতিষ্ঠানগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এই এলাকায় প্রথমে শাহতলী কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আর এ মাদরাসার কামিল স্তর প্রতিষ্ঠা করেছিলেন মরহুমের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী। এ অঞ্চলে শাহতলী জিলানী চিশতী কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন তিনি। পরবর্তীকালে এ প্রতিষ্ঠানগুলোর হাল ধরেছেন এবং বর্তমানে প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে পরিচালনা করছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সাংবাদিক সোহেল রুশদী। শিক্ষামন্ত্রী মহোদয়ের সহযোগিতায় সাংবাদিক সোহেল রুশদীর সার্বিক প্রচেষ্টায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন হয়েছে। আমি এ পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করছি এবং মরহুম তাহের রুশদী সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি। রুশদী পরিবার এ এলাকাসহ সারা দেশে শিক্ষার আলো ছড়িয়েছেন, প্রতিষ্ঠা করেছেন অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান। সাংবাদিক সোহেল রুশদী শিক্ষার উন্নয়নে কাজ করছেন।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওকলেজ গভর্নিং বডির সদস্য মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মোঃ আব্দুল কাদের হাজরা, জিলানী চিশতী কলেজের সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, সিনিয়র প্রভাষক মোঃ হানিফ মিয়া, প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, সাবেক (অবসরপ্রাপ্ত) শিক্ষক মোঃ মিজানুর রহমার মুন্সি, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইদ্রিস আলী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান মুন্সি, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর মিজি, স্থানীয় মোঃ মিতুল পাটওয়ারী এবং শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তানজীলা আক্তার।

স্মরন সভা অনুষ্ঠানের শেষে মরহুমের শাহতলীস্থ রুশদী বাড়িতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

কর্মসূচির শুরুতেই সকাল ৯টায় শাহতলী রুশদী বাড়ি জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে সকাল ১০টায় মরহুমের কবর জিয়ারত করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ জুলাই ঢাকা শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়