প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০০:০০
ত্রি-বার্ষিক মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জর জাকির হোসেন প্রধানীয়া। তিনি এই উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের প্রধানিয়া বাড়ির মরহুম আবুল হোসেন প্রধানীয়ার ছেলে। গত ২৫ জুন (শনিবার) অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সম্মেলন সমাপ্ত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডঃ আবুল হাসনাৎ মিল্টন।
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ড. মোঃ খায়রুল ইসলামের সভাপ্রধানে ওইদিন সকালে ল্যাকেম্বা শহরের গ্রামীণ রেস্টুরেন্টে আয়োজিত অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অ্যাডঃ আবুল হাসনাৎ মিল্টন সভাপতি ও মোঃ জাকির হোসেন প্রধানীয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জাকির প্রধানীয়া অস্ট্রেলিয়ায় একাধিক রেস্টুরেন্ট ব্যবসায়ী ও হাজীগঞ্জের নারগিস ফুড প্যাভিলিয়নের স্বত্বাধিকারী। ব্যক্তি জীবনে তিনি ২ সন্তানের জনক। বড় ছেলে প্রকৌশলী ও ছোট ছেলে চিকিৎসক।
এক প্রতিক্রিয়ায় জাকির হোসের প্রধানীয়া জানান, আমাকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়ার কারণে অস্ট্রেলিয়া আওয়ামী লীগসহ সকল প্রবাসী বাংলাদেশীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি আরো জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। তাঁর একজন ক্ষুদ্র ও প্রবাসী কর্মী হিসেবে আওয়ামী লীগের সাথে আছি এবং থাকবো। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সবাই একসাথে বঙ্গবন্ধুর আদর্শের পথে চলি, আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করি এবং তার হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে আসুন আমরা সবাই মিলে দেশের জন্যে কাজ করি, দেশের মানুষের জন্যে কাজ করি।