বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০০:০০

চাঁদপুরজমিন ও নিসচার ঈদ পুনর্মিলনী
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

দৈনিক চাঁদপুরজমিন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুরের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার বাগাদী নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জাহাঙ্গীর খান।

দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকনের পরিচালনায় এবং নিরাপদ সড়ক চাই বাগাদী ইউনিয়ন কমিটির আহ্বায়ক ইফতেখার হাসান লিটনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম নাজিম দেওয়ানের ছেলে বিশিষ্ট লেখক দেওয়ান মাসুদ রহমান, উপজেলা স্বাস্থ্য সহকারী জাফর আহমেদ, চাঁদপুরের সংবাদপত্র এজেন্ট পাটোয়ারী নিউজ পেপার এজেন্সির পরিচালক, বিশিষ্ট লেখক, নাট্যকার, অভিনেতা জসিম মেহেদী এবং চাঁদপুর জেলা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি হানিফ গাজী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, নিরাপদ সড়ক চাই চাঁদপুর সদর উপজেলা কমিটির সদস্য শাহনেওয়াজ , নিরাপদ সড়ক চাই বাগাদী ইউনিয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান কবিরাজ, সদস্য রুহুল আমিন কবিরাজ, সদস্য সুমন কবিরাজ সহ আরো অনেকে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট লেখক ও সাংবাদিক কাজী শাহাদাত বলেন, রোকনুজ্জামান রোকন সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমি ৩০ বছর যাবত তাকে চিনি। তিনি ছোট থেকেই বিভিন্ন সামাজিক কাজে ও মানুষের বিপদে-আপদে সব সময় কাজ করে গেছেন। তিনি ইন্টারেক্ট এবং যুব রেড ক্রিসেন্ট সোসাইটি নামে যে সংগঠন করেছেন, তখন থেকে রক্তদান কর্মসূচির চেয়ারম্যান থেকে মানুষের কল্যাণে সব সময় হাসপাতালে ছুটোছুটি করেছেন। মানুষের পাশে ভালো কাজে থাকেন বিধায় আল্লাহপাক তাকে আজকে দুটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সহ অনেক উচ্চ পর্যায়ে স্থান দিয়েছেন, যেটা আমাদের চাঁদপুরের অনেকেরই ভাগ্যে জোটেনি। আমি সব সময় তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি। আল্লাহ পাক তাকে যেন ভালো কাজে সব সময় কবুল করেন। রোকন ইদানীং 'নিরাপদ সড়ক চাই ' নামে নায়ক ইলিয়াস কাঞ্চনের সংগঠনের সাথে জড়িত হয়ে যেভাবে রাস্তায় রাস্তায় সড়ককে নিরাপদ করার জন্যে কাজ করে যাচ্ছেন, যেটা সত্যিই প্রশংসার দাবিদার। ইলিয়াস কাঞ্চন একজন মহান মানুষ হিসেবে মানুষের কাছে পরিচিত। তাই ইলিয়াস কাঞ্চনের সাথে তার থাকা একটা ভাগ্যের ব্যাপার। আমি দোয়া করি, নিরাপদ সড়কের অভাবে যেভাবে মানুষের জীবন যাচ্ছে, নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সাথে থেকে রোকন সারাদেশব্যাপী মানুষের পাশে সচেতনতামূলক কাজ করবে। আমরাও তার পাশে আছি এবং থাকবো। কাজী শাহাদাত বলেন, ঈদের ছুটি চলাকালে এই রকম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান চাঁদপুরের কোনো পত্রিকা বা সংগঠন খুব কমই করে। রোকন হাসপাতাল দিয়ে সবসময় মানুষের সেবা করে যাচ্ছেন, যেটা বাংলাদেশের অনেক কম সাংবাদিকই করে থাকেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়