প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার মানবকল্যাণ সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২ জুলাই (রোববার) বেলা সাড়ে ১১টায় চান্দ্রাবাজার নূরীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মিলনায়তনে সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চান্দ্রা আসার পথে দেখলাম এখানে একটি খাল রয়েছে। খালটি অনেকে অবৈধ দখল করে ভরাট করছে ও বাড়ির ময়লা আবর্জনা খালে ফেলছে। এতে পরিবেশ দূষিত হচ্ছে। তিনি বলেন, আমি চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের সাফলতা কামনা করছি। জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেয়া হয়েছে। আমাদের আরো কিছু হুইল চেয়ার রয়েছে, চাহিদা পেলে সেগুলোও দেবো। দেশের অর্থনীতি বর্তমানে অনেক উন্নত হয়েছে।
তিনি বলেন, চাঁদপুরে ২শ’ ৫০টির মতো সংগঠন আছে। সরকারের পাশাপাশি সংগঠনগুলো কাজ করছে। এ সংগঠনগুলোর মানবিক কাজের পাশাপাশি পরিবেশ রক্ষার জন্যে কাজ করলে পরিবেশ ভালো থাকবে। পুকুরগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করে রাখা, বৃক্ষরোপণ করে সচেতনতা মূলক কার্যক্রম করা যায়। কিছু কাজ করতে গেলে ঝুঁকি আছে। এখনকার মুরুব্বিদের সাথে নিয়ে কাজ করলে সাফল্য আসবে। এ সংগঠন অনেক মানবিক কাজ করেছে। সংগঠনের কাজের জন্য অনেকে উপকৃত হয়েছে।
মাওলানা মোঃ ছালাউদ্দিন চাঁদপুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চান্দ্রা বাজার নূরীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা এটি এম মোস্তফা হামিদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মোসলেহ উদ্দিন মিশু, ১২নং চান্দ্রা ইউপি চেয়ারম্যান মোঃ খানজাহান আলী কালু পাটওয়ারী, গাজীপুর হরিপুর নেছারীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ খান, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ (জিন্নাহ), চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নজীর মিয়াজী অপু, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শাহজালাল পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) ও সদর ইউএনও (ভারপ্রাপ্ত) মোঃ হেদায়েত উল্লাহ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ব্যাংকার মোঃ আনিছুর রহমান পাটওয়ারী, মোঃ সাহাবুদ্দিন পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তালহা ফারুকী সঞ্জয় পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাব্বির মিয়া, বিশিষ্ট সমাজসেবক মোঃ ইউসুফ গাজী, বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল পাটওয়ারী, সৌদি প্রবাসী ও ব্যবসায়ী মোঃ নেছার বেপারী, চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খলিলুর রহমান পাটওয়ারী, সহকারী শিক্ষক মোঃ সুলতান মাহমুদ রাসেল, সহকারী শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোঃ ফাহিমুল ইসলাম শশি, বিশিষ্ট সমাজসেবক ও চাকুরীজীবী মোঃ সোলাইমান পাটওয়ারী বাপ্পি, চান্দ্রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আতাউর রহমান রাজু পাটওয়ারী।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে অন্ধ হাফেজদের মাঝে নগদ অর্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানসহ অতিথিবৃন্দ।