বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০০:০০

হাইমচরে সম্পত্তি দখল নিতে প্রতিপক্ষের হামলা ॥ দুই নারীসহ আহত ৩
স্টাফ রিপোর্টার ॥

হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে অসহায় পরিবারের সম্পত্তি জোরপূর্বক দখলে নেয়ার জন্যে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের দুই নারীসহ ৩ জন আহত হয়েছে। আহতরা আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণে জানা যায়, হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মধ্যচর দেওয়ানকান্দি চেয়ারম্যানবাজার সংলগ্ন মাঝি বাড়ির অসহায় ইয়াজুল মাঝির সম্পত্তি দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভোগদখল করে আসছিলো পাশের বাড়ির মোহর আলী মোল্লা, আলী হোসেন মোল্লা, মনির মোল্লা, শহর আলী মোল্লা ও বাদশা মোল্লা গং। পরে সেই জমির মালিকানা কাগজপত্র দেখিয়ে বুঝে নিয়ে সেখানে নতুন বাড়ি নির্মাণ করেন ইয়াজুল মাঝি। এতে ক্ষিপ্ত হয়ে গত ২১ জুন বুধবার বিকেলে মোহর আলী মোল্লা, আলী হোসেন মোল্লা, মনির মোল্লা, শহর আলী মোল্লা, বাদশা মোল্লা গং ইয়াজুল মাঝির বাড়িতে হামলা চালায়। এতে ইয়াজুল মাঝি, তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়। আহতরা বর্তমানে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে আহত ইয়াজুল মাঝি জানান, আমার সম্পত্তি দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভোগদখল করে আসছিলো পাশের বাড়ির মোহর আলী মোল্লা, আলী হোসেন মোল্লা, মনির মোল্লা ও শহর আলী মোল্লা, বাদশা মোল্লা গং। পরে সেই জমি আমি কাগজপত্র দেখিয়ে বুঝে নিয়ে সেখানে নতুন বাড়ি নির্মাণ করি। এতে ক্ষিপ্ত হয়ে তারা গত ২১ জুন বুধবার বিকেলে আমার বাড়িতে হামলা করে। এতে আমি ছাড়াও আমার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়। আমার শরীরে একাধিক সেলাই লেগেছে। তারা আমার বাড়ি থেকে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা ও ২টি স্বর্ণের চেইন নিয়ে যায়। এ বিষয়ে আহত ইয়াজুল মাঝি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়