শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মে ২০২৩, ০০:০০

২৭ মে ফরিদগঞ্জ দলিল লিখক সমিতির নির্বাচন
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদগঞ্জ দলিল লিখক সমিতির নির্বাচনী প্রচার প্রচারণা চলছে। আগামী শনিবার (২৭মে) নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ১৫ মে সমিতির তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মোঃ হুমায়ুন কবির। তিনি জানান, তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র সংগ্রহ করেন ৩০জন প্রার্থী। ২১ মে বাছাই শেষে ৩০জন প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হলেন ৪ জন। এরা হলেন মোঃ আবদুল কাদের পাটওয়ারী, মোঃ আবুল হোসেন গাজী, আবদুস সোবহান লিটন ও মোঃ নূরুল আলম। সহ-সভাপতি পদে প্রার্থী ২জন। এরা হলেন মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ হারুনুর রশিদ। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ৩জন। এরা হলেন মোহাম্মদ সালাউদ্দিন, মোঃ মোনায়েম খান ও আবু সাঈদ খান। সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী ৪জন। এরা হলেন আবদুর রহমান মিয়া, আবদুল সাত্তার মিয়া, ওসমান গনি মিঠু ও মোঃ কামাল হোসেন জমাদার। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ২জন, এরা হলেন আবদুল মান্নান টিপু ও ইকবাল হোসেন পাঠান। কোষাধ্যক্ষ পদে প্রার্থী ২জন। এরা হলেন আবদুল মালেক পাটওয়ারী ও মোঃ কামাল হোসেন। দপ্তর সম্পাদক পদে প্রার্থী ২ জন। এরা হলেন মোঃ সফিকুর রহমান ভূঁইয়া ও মোঃ ফিরোজ আলম। প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী ৩জন। এরা হলেন জানে আলম জুয়েল, মোঃ মিজানুর রহমান ও মোঃ হাবিবুর রহমান। এছাড়া সাধারণ সদস্য পদে প্রার্থী ৭জন। এরা হলেন মোঃ জহিরুল ইসলাম, আমিন খান শামিম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আমির হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ রুহুল কুদ্দুস ও মোঃ ইসমাইল হোসেন।

আগামী শনিবার (২৭ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ১০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়